Archive for the ‘Alo’ Category

 

 

 

শিরোনামঃ বেওয়ারিশ
কন্ঠঃ মিজান
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ আলো

রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোনো এক,
আহ, রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে, ঘেরা গোরস্থানে
আহ, উঠছে নামছে ক্লান্তির কোদাল
তৈরী হচ্ছে নতুন আবাস, উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার

এহে…………………

সাড়ে তিন হাত ঘরের মালিক, রয়েছে পাশে পরে
নিথর দেহ চাটাই মোড়া বুকভরা গুমোট অভিমানে
চাপচাপ রক্তের করুন আবেদন, বেওয়ারিশ আমি
আমায় পৌছে দাও আমার মায়ের কাছে

রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোনো এক,
আহ, রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে

নেই কোনো শেষকৃত্যের আয়োজোন
নেই কোনো শব যাত্রা
নেই আঁতরগোলাপের গন্ধ
নেই অশ্রুর বন্যা
অনেকে পেয়েছে কাফনের কাপড়,
পায়নি যেন মায়ের শেষ আদর
তাদের পৌছে দাও তাদের মায়ের কাছে

রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোনো এক,
আহ, রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে, ঘেরা গোরস্থানে
আহ, উঠছে নামছে ক্লান্তির কোদাল
তৈরী হচ্ছে নতুন আবাস, উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার

এহে…………………
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার………

Advertisements

শিরোনামঃ নেই তুমি
কন্ঠঃ বালাম
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ আলো

জোছনার আলোর মত এসেছিলে তুমি
রংধনুর রং হয়ে এঁকেছিলে ছবি
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী

নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়

মনে পড়ে সেই দিনগুলো, আনমোনে বলতে তুমি
যাবে না আমায় ফেলে কভু অন্য ভুবনে
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী

নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়

একসাথে কত তারাগনা, অভিমানে নীরবতা
কখনো বা আবেগে শুধু জড়াতে আমায়
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী

নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়

জোছনার আলোর মত এসেছিলে তুমি
রংধনুর রং হয়ে এঁকেছিলে ছবি
হঠাৎ এক ঝড় এসে ভেঙ্গে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী

নিঃসঙ্গ আজ এই যে আমি
খুজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়