Archive for the ‘Thirthok Band’ Category

শিরোনামঃ ভাল আছি, ভালো থেকো
সুরকারঃ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
গীতিকারঃ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

মুভিঃ তোমাকে চাই
কন্ঠঃ এন্ড্রু কিশোর/কণকচাঁপা
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

ব্যান্ড: সিম্ফনি
অ্যালবামঃ হৃদয়ের পালকি
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

কবীর সুমন
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

ব্যান্ডঃ তীর্থক
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

সাবিনা ইয়াসমিন
ডাউনলোড লিঙ্কঃ  Click This Link

ভাল আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।

ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

Advertisements