Archive for the ‘Ohom’ Category

 

 

শিরোনামঃ আকাশ
ব্যান্ডঃ দ্য ওয়াটসন ব্রাদার্স
অ্যালবামঃ  অহম

আকাশকে জিজ্ঞেস করি তোমায় রাঙ্গায় কে
কার হাতেরই ছোঁয়াতে মেঘ জেগে ওঠে
নীল সাদার খেলাতে আমি হারিয়ে যাই
জীবনের কষ্টের মাঝে কি সুখ খুঁজে পাই

চাইনা আমি সোনার চামচ আমারই মুখে
চাইনা আমি অসীম খ্যাতি আমার জগতে
আকাশের এই শূন্যতায় কত কি আছে
এক নিঃশ্বাসে মিশে যাই আকাশের সাথে

প্রায় ইচ্ছা করে আমার রাতের বেলাতে
ঘাসের মেঝেতে শুয়ে তারাদের দেখতে
সারা বিশ্ব হয়ে যায় আমার নিজের ঘর
খোলা আকাশের নিচে সবাই যাযাবর

চাইনা আমি সোনার চামচ আমারই মুখে
চাইনা আমি অসীম খ্যাতি আমার জগতে
আকাশের এই শূন্যতায় কত কি আছে
এক নিঃশ্বাসে মিশে যাই আকাশের সাথে

Advertisements

 

 

শিরোনামঃ রং
ব্যান্ডঃ দ্য ওয়াটসন ব্রাদার্স
অ্যালবামঃ  অহম

 
সুন্দর করে সাজিয়ে দাও
আমার অন্তরে ঢুকে যাও
চোখ বড়ই সাদা কালো
কেন বল, কেন বল
অপেক্ষায় সৃষ্টি মধুর
বৃষ্টির পর রংধনু

রাঙ্গিয়ে দাও রাঙ্গিয়ে নাও
আমার সত্ত্বাকে
আষাঢ় শ্রাবন কার্তিক পৌষ মাসে
আমার মনে যেন রং লেগে থাকে
সারাটি ক্ষন
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কালে
বন্ধুদেরও আড্ডার হালে চালে
গভীর প্রেমের অবসরে
সৃষ্টিকর্তার বিশাল বাঁধা ঘরে

সুন্দর করে গেয়ে যাও
আমার মনটারে রাঙ্গিয়ে দাও
বিস্বাদ নিরাময় করে
আমার অন্তরে হারিয়ে যাও

রাঙ্গিয়ে দাও রাঙ্গিয়ে নাও
আমার সত্ত্বাকে
আষাঢ় শ্রাবন কার্তিক পৌষ মাসে
আমার মনে যেন রং লেগে থাকে
সারাটি ক্ষন
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কালে
বন্ধুদেরও আড্ডার হালে চালে
গভীর প্রেমের অবসরে
সৃষ্টিকর্তার বিশাল
বাঁধা ঘরের মাঝে আমারই ঠাঁই
এত রং ফেলে কোথায় যাই
কোথায় যাই…কোথায় যাই…কোথায় যাই

রাঙ্গিয়ে দাও রাঙ্গিয়ে দাও
আমার সত্ত্বাকে
আষাঢ় শ্রাবন কার্তিক পৌষ মাসে
আমার মনে যেন রং লেগে থাকে
সারাটি ক্ষন
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কালে
বন্ধুদেরও আড্ডার হালে চালে
গভীর প্রেমের অবসরে
সৃষ্টিকর্তার বিশাল বাঁধা ঘরে
সুন্দর করে গেয়ে যাও
আমার মনটারে রাঙ্গিয়ে দাও
আমার অন্তরে ঢুকে যাও
রাঙ্গিয়ে দাও ।

 

 

 

শিরোনামঃ আমার নতুন আমি
ব্যান্ডঃ দ্য ওয়াটসন ব্রাদার্স
অ্যালবামঃ  অহম
ডাউনলোড লিঙ্কঃ http://www.music.com.bd/download/Music/T/The%20Watson%20Brothers/Ohom/04%20-%20The%20Watson%20Brothers%20-%20Amar%20Notun%20Ami%20(music.com.bd).mp3.html

সব কিছুই ঠিকঠাক আছে কি চমৎকার
নীল আলোর সরলতায় রংধনুর চিৎকার
পুরোনো কথাটার মাঝে গা ঢাকা দেই
সেই সুরেই গান গেয়ে যাই প্রত্যেক বারেই

আর কত কথা বলা সোনার খাঁচায়
বিবেক ও বুদ্ধি চলে অন্য ধারায়
আয়নায় তাকিয়ে দেখি এই তো আমি
এক বারো ভালো করে আমি দেখি নি

কাগজেরি পাখা হাতে পরে আমি আকাশ ছুতে চাই
ছায়ার মাঝে আমি হন্য হয়ে সত্য খুজে বেড়াই
বিভ্রান্তকর এই মায়াজাল আমায় করে অবশ
সবকিছুই আমি আর সব আমারি দোষ

সব কথার শেষ কথা আমি বলতে চাই
অভিনয় থেকে সরে দাঁড়াই
আমার নতুন আমি আজ করবো বরন
তোমার জন্য একটা উদাহরন

কাগজেরি ঘুড়ি ওড়ে আমি আকাশ ছুয়ে যাই
ছায়ার মাঝে আমি শুয়ে পরে ক্লান্তি এড়াই
বিভ্রান্তকর এই মায়াজাল আমায় করেনি অবশ
সবকিছুই আমি আর  সব আমারি দোষ