Archive for the ‘Borabor Shohortoli’ Category

 

 

শিরোনাম: জেলখানার চিঠি (খোলা চিঠি-২)
ব্যান্ড: শহরতলী
গীতিকবিতা: তপন
সুর: মিশু
ধারনা: গালিব
মূল কবিতা: জেলখানার চিঠি (নাজিম হিকমাত)
অ্যালবাম: বরাবর শহরতলী

 

অথবা সেই চোখে ছিলো মুক্তির গান,
আজন্ম আশ্বাসের ধারা,
প্লাবিত ভালোবাসায় পাগলপারা;
“চরমপত্রের” টান-টান উত্তেজনার বান৷
… চোখে চোখ রেখে যুদ্ধে যাবো,
সেই বাঁধনের মতো খাঁমচে ধরবো;
অধিকার….
একাত্ম হও, তোমাতেই ফিরবো;
একাত্ম হও, তোমাতেই ফিরবো৷
স্বপ্নাতুর চোখে আবেগ আর আন্দোলন,
মিলে-মিশে একাকার৷
সমুদ্রগভীর জনতার দাবী, কন্ঠের সনত্মরণ;
চিত্‍কারে মেশে হাহাকার৷
আগামীর আমরা বর্তমানে আছি,
সূর্যের একটা দিন আলোর হাতছানি৷
সুন্দরতম সূচনায় শেকলের মতো হাতে হাত;
একাগ্র চাওয়ায়, ভোর হবে কালো রাত…..

Advertisements

 

 

 

শিরোনাম: এ শহর
গীতিকবিতা: গালিব
সুর: মিশু
ব্যান্ড: শহরতলী
অ্যালবাম: বরাবর শহরতলী

 

চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে
আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে।
বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন
গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।
ছুটে চলার বাহনে প্রকাশ্য চুম্বন, অথবা
জৈবিক কোন আচরন…..
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

তুমিও চাইতে পারো, আমাদের মতো,
এ শহর বদলাতে;
বদলাতে গেলে বদলাতে হবে, অথবা
মৃত্যু নিশ্চিত জেনো আততায়ীর অপঘাতে।
ছুটে চলার বাহনে প্রকাশ্য চুম্বন, অথবা
জৈবিক কোন আচরন…..
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

তবুও সূর্য উঠে নিসর্গ নগরে,
নাগরিক হাসি চাতক ঠোঁটে।
খোলা কোনো মাঠে, কিশোরীর হাতে,
আবার ফুটপাতে, অথবা রাজপথ
মিছিল-রাঙাতে দৃপ্ত জয়রথে।
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

এ শহর সৃষ্টিতে, এ শহর সৌম্যতার;
এ শহর কৃষ্টিতে, এ শহর স্বপ্ন বিতরনের।
এ শহর উত্‍সবের, এ শহর নজরুলের,
এ শহর রবীন্দ্রের, এ শহর ভালোবাসার।