Archive for the ‘Bondho Janala’ Category

 

 

শিরোনামঃ বাংলাদেশ
কথাঃ শাফিন/জিয়া
কন্ঠঃ তুহিন
সুরঃ শাফিন/জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা

 

যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম,
যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম,
যখন গান এখানেই শুধু শরতের রং এ হয় শেষ,
সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে
খুঁজে ফেরে বাংলাদেশ

যেখানে লাল সূর্যের রংয়ে রাজপথে মিছিল
যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল
যেখানে রিমঝিম বৃষ্টি শুকনো মাটির টানে
অবিরাম ঝড়ে সবুজ সাজায়

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে
খুঁজে ফেরে বাংলাদেশ

যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত
আমায় ভাবিয়ে যায়
যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ
সবুজ ছুঁয়ে ভাবায় আমায়
একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল,
দুচোখ যেখানে শেষ
এক প্রান্তে সবুজ,
এক প্রান্তে লাল
আমার বাংলাদেশ……

Advertisements

শিরোনামঃ ভালবাসা মেঘ
কন্ঠঃ তুহিন
কথাঃ জিয়া
সুরঃ জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা

 


মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়
ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলা
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি………
নিভু নিভু আলো,চুপচাপ সব, কনকন শীতে
ছমছম ভয়……
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক
ঘূরে ঘূরে যদি, দূরে দূরে তবু, মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

মেঘ ঝড়ে ঝড়ে, জল উড়ে উড়ে
ভালবাসা তাই ভেজা মন থাক (২)
ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাক রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

ঝিরিঝিরি হাওয়া, কৃষ্ণচূড়ায়
লাল লাল ফুলে ছুটে ছুটে চলা,………
আধো আলো ছায়া, গুনগুন গাওয়া
পুরোনো দিনের গল্প বলা……..
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক
ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে, মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

 

 

শিরোনামঃ বন্ধ জানালা
কন্ঠঃ তুহিন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা

আরেকবার যেতে চাই রিমঝিম সুদূপুর
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর
সারাবেলা বন্ধজানালা…….

যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায়(২)
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারাবেলা বন্ধজানালা……..

যদি তোমাদের লাল নীল গল্প
আমার শরীরে
কোনো একলা রাস্তায় অবাক ভ্রমনে (২)
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুয়ে যায়
সারাবেলা বন্ধ জানালা………

শিরোনামঃ পরিচয়
কন্ঠঃ তুহিন
কথাঃ তুহিন
সুরঃ তুহিন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা

দেহের ভিতর রাখলাম যারে
সে আমার থাকল নারে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়?

কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া(২)
সাদা কালোয় মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাচায় থাকে
এমনি কি আর হয়……

লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা……
মনের দুয়ার বন্ধ হলে,
সময় যে সব যাবে চলে,
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়……
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়………
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়………