Archive for the ‘Ghetuputro Kamola’ Category

 

শিরোনাম: শুয়া উড়িলরে
কন্ঠঃ এস আই টুটুল/ ফজলুর রহমান বাবু + শফি মণ্ডল/ প্রান্তি
গীতিকারঃ শীতালং শাহ
সুরকারঃ রাম কানাই দাস
মুভিঃ ঘেটু পুত্র কমলা
পরিচালকঃ হুমায়ূন আহমেদ

 

শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে(২)

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে(২)

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে(২)

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে(২)

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে(২)

Advertisements