Archive for the ‘Antaheen’ Category

 

 

 

শিরোনামঃ সকাল আসে না
কন্ঠঃ শ্রেয়া ঘোষাল
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীন

 

 

সকাল আসে না , আয়না হাসে না, জানলা খোলা মেঘ, সে ভালবাসে না
না কিছু ভাবি না, রোদ এলো কিনা, স্নানের জলে গান, আমি না তুমি না
দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, রাতের পরীরা ভুল ঠিকানা
সকাল আসে না , আয়না হাসে না, একলা খোলা বই, সে ভালবাসে না

জাগে না জাগে না তার চোখ
জাগে না জাগে না তার চোখ
ডেকে দেয়া টুকু আমার হোক, অচেনা এ অবেলায়
জাগে না জাগে না তার চোখ
জাগে না জাগে না তার চোখ
ডেকে দেয়া টুকু আমার হোক, অচেনা এ অবেলায়

দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, রাতের পরীরা ভুল ঠিকানা
গোধূলি ভাঙ্গা গা, আমি না তুমি না
সকাল আসে না , আয়না হাসে না, একলা খোলা বই, সে ভালবাসে না

Lyrics Courtesy: http://drrdb.blogspot.com/

Advertisements

 

 

 

 

 

শিরোনামঃ যাও পাখি
কন্ঠঃ শ্রেয়া ঘোষাল
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীন

 

 

 

 

যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রূপকথা আনাচ কানাচ
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি ,
জলে হারিয়েছি কানসোনা কি ?
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রূপকথা আনাচ কানাচ

যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রূপকথা আনাচ কানাচ
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি ,
জলে হারিয়েছি কানসোনা কি ?
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে
হুম……

যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রূপকথা আনাচ কানাচ
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি ,
জলে হারিয়েছি কানসোনা কি ?
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ

 

 

 

শিরোনামঃ অন্তহীন
কন্ঠঃ শান
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীন

সাদাকালো কিছু ডোরাকাটা দাগ
ঐ পেরোচ্ছে রোদ্দুর

ট্রামের তারে আটকা ঘুড়ি
ভাবছে সমুদ্দুর

সাদাকালো কিছু ডোরাকাটা দাগ
ঐ পেরোচ্ছে রোদ্দুর
ট্রামের তারে আটকা ঘুড়ি
ভাবছে সমুদ্দুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর

ব্যস্ত ট্র্যাফিক পাগল মাফিক হরদম রংরুট
কার্নিশজুড়ে বৃষ্টি পাঠায় বিষণ্ণ চিরকুট
আয়না দিন……অন্তহীন ভাংচুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর

ফুটপাথে শোওয়া লোক রেলিঙের ডালে কাক
কিছু খুচরো ছড়ালো, হারালো কোন অজানাতে
বাসি কিছু বেল ফুল
ছুটি হওয়া ইশকুল
তুমি হেঁটেছ, রেখেছ, বেঁধেছ আঁচল-প্রাতে
অচেনা মুখ এক চুমুক অচেনা চোখ আমার হোক
অচেনা মুখ এক চুমুক অচেনা চোখ আমার হোক

সাদাকালো কিছু ডোরাকাটা দাগ
ঐ পেরোচ্ছে রোদ্দুর
ট্রামের তারে আটকা ঘুড়ি
ভাবছে সমুদ্দুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর

দেখে অফিসের ভিড়, চিল ভেসে আছে স্থির
দূর বাসের পিছনে আজ নগদ আর কাল ধার
কলে চলে এলো জল
মাঠে ভুলে যাওয়া বল
তুমি বুঝেছ, খুজেছ, ঠিকানাবিহীন খালপাড়(২)
অচেনা মুখ এক চুমুক অচেনা চোখ আমার হোক
অচেনা মুখ এক চুমুক অচেনা চোখ আমার হোক

সাদাকালো কিছু ডোরাকাটা দাগ
ঐ পেরোচ্ছে রোদ্দুর
ট্রামের তারে আটকা ঘুড়ি
ভাবছে সমুদ্দুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর

 

 

 

শিরোনামঃ ভিনদেশী তারা
কন্ঠঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীন

 

 

 

 

আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী

আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথাখানি
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানি

তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
রাখো শরীরে হাতে যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ী
আমি পাইনা ছুতে তোমায়
আমার একলা লাগে ভারী

আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ী
আমি পাইনা ছুতে তোমায়
আমার একলা লাগে ভারী(২)

হুম হুম………………

শিরোনামঃ ফেরারি মন
কন্ঠঃ শ্রেয়া ঘোষাল, বাবুল সুপ্রিয়
কথাঃ অনিন্দ্য চট্টপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীনআলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনা শোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
ধীরে ধীরে মন ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিছু রাত পিছু পিছুটান ডেকে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
চেনাশোনা মুখ জানাশোনা হাত রেখে যায়
ধীরে ধীরে মন ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন

ছোট ছোট দিন আলাপে রঙ্গিন নুরিরি মতন
ছোট ছোট রাত চেনা মনটার পলাশের বন আহা
অগোছালো ঘর খড়কুটোময় চিলেকোঠা কোণ আহা হা হা আহা (২)

কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
কিছু মিছু রাত পিছু পিছুটান অবিকল
আলো আলো রং জমকালো চাঁদ ঝলমল
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন

গুড়ো গুড়ো নীল রং পেনসিল জোছোনার জল
ঝুরো ঝুরো কাচ আগুন ছোঁয়া ঢেকেছে আঁচল আহা
ফুঠপাথ ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায় আহা হা হা আহা (২)
কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনা শোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন

C
alo alo rong jomkalo chand hoye jay

chena sona mukh janasona hat chuye jay

dhire dhire mon ghire ghire gaan rekhe jay
G
kichu michu raat pichu pichutan deke jay
F        G             C
ajo ache gopon pherari mon
F           G            C
beje geche kakhon se telephone
C
chena sona mukh janasona hat rekhe jay
G
dhire dhire mon ghire ghire gaan deke jay

F        G             C
ajo ache gopon pherari mon
F           G            C
beje geche kakhon se telephone

interlude
C
choto choto din alape rongin nuriri moton

choto choto raat chena mon tar polasher bon aha
F
ogochalo ghar khorkuto moy chile kotha kon aha ha ha aha

C
choto choto din alape rongin nuriri moton

choto choto raat chena mon tar polasher bon aha
F
ogochalo ghar khorkuto moy chile kotha kon

G                          C
katha chilo hete jabo chayapoth

F        G             C
ajo ache gopon pherari mon
F           G            C
beje geche kakhon se telephone

kichu michu raat pichu pichu tan obikol

alo alo chand jamkalo chand jholmol

F        G             C
ajo ache gopon pherari mon
F           G            C
beje geche kakhon se telephone

guro guro nil rong pencil jochonar jal

jhuro jhuro kanch  agun choya dhekeche anchol aha

footpath bhir jahajer dak phire chole jay aha ha  a ha ha

guro…

katha chilo hete jabo chayapoth

ajo ache gopon pherari mon