Archive for the ‘Lalon Band’ Category

 


শিরোনামঃ জাত গেল জাত গেল বলে
লালন গীতি

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না….

আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবে যাবার কালে
সে কথা ভেবে বলো না…

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলেই সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না…

গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
সে ঘোরও তো গেল না…

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা…….

Lyrics Courtesy: http://www.facebook.com/lalongeeti

Advertisements

শিরোনামঃ গুরুর চরণ
কন্ঠঃ সুমি
কথাঃ আশিক
ব্যান্ডঃ লালন
অ্যালবামঃ বিপ্রতীপ
ডাউনলোড লিঙ্কঃ http://www.music.com.bd/download/Music/L/Lalon%20Band/Biprotip/06%20-%20Lalon%20Band%20-%20Gurur%20Choron%20(music.com.bd).mp3.html

 


এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন
আমার এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন
গুরু তোমার বিরহের ছলে আমার বুকের আগুন
আমার এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন
আমার এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন

এক পথে তোর জগত জোড়া সুখেরি আলো
আর একটা পথ নাইরে চেনা আঁধারে কালো
এক পথে তোর জগত জোড়া সুখেরি আলো
আর একটা পথ নাইরে চেনা আঁধারে কালো
আমি জানি গুরু তুমি আছো সেইনা পথে
আমি জানি গুরু তুমি আছো সেইনা পথে
আমি পাগল সবছেড়েছি তোমায় ভালোবেসে
আমার এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন
আমার এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন

হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন
লালন বলে ভোলা মনরে সঁপে দে এখন
হাসনের মাটির পিঞ্জিরায় কাঁদবে আমার মন
লালন বলে ভোলা মনরে সঁপে দে এখন
আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণতলে
আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণতলে
তুমি আমায় গ্রহন কর শুদ্ধ কর মোরে
ওরে আমার এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন
আমার এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন
গুরু তোমার বিরহের ছলে আমার বুকের আগুন
আমার এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন
আমার এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন
আমার এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন
আমার এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন

শিরোনামঃ বিপ্রতীপ
কন্ঠঃ সুমি
কথাঃ আশিক
ব্যান্ডঃ লালন
অ্যালবামঃ বিপ্রতীপ
ডাউনলোড লিঙ্কঃ  http://www.music.com.bd/download/Music/L/Lalon%20Band/Biprotip/10%20-%20Lalon%20Band%20-%20Biprotip%20-%202007%20(music.com.bd).mp3.html

 


মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি(২)

জিহ্বার ছোঁয়ায় ধুয়ে গেছে গো
সেই সে কবের আদর
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল তোমায় ভালবাসি
তবুও তুমি

অন্তরে তোমার সর্বনাশা হাসি
অধর্মের খাঁচায় গুমড়ে কাঁদে মনপাখি
আমার কাঁদে মনপাখি
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল তোমায় ভালবাসি
তবুও তুমি

ভাঙনের প্রলাপে রত তোমার দৃষ্টি নদে
অবিরত বেঁচে রই রক্তস্নাত হয়ে আমি
রক্তস্নাত হয়ে
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বল তোমায় ভালবাসি
তবুও তুমি

মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি