Archive for the ‘Hridoy Mix’ Category

 

 

 

শিরোনামঃ এইতো জীবন
শিল্পীঃ বোরহান আহমেদ বৃহান
অ্যালবামঃ হৃদয় মিক্স

 

 

এইতো জীবন চোখ বুজলেই
সব কিছু নাই
এই দুনিয়া এক নিমিষেই
সব হবে ছাই
খুঁজে নাও তারে শুদ্ধ হয়ে
এইতো জীবন চোখ বুজলেই
সব কিছু নাই

সময় হলে যেতে হবে
আঁধার মাটির ঘরে
স্মৃতি শুধু থাকবে পরে
দুঃখ আপন করে
কেউ রবে না পাশে মরণের পরে
এইতো জীবন চোখ বুজলেই
সব কিছু নাই

শূন্য সবই আমি তুমি
মায়া সবই দুনিয়ায়
আপনজনই দেবে ফাঁকি
কাঁদবে বিদায় বেলায়
কেউ রবে না পাশে মরণের পরে
এইতো জীবন চোখ বুজলেই
সব কিছু নাই
এই দুনিয়া এক নিমিষেই
সব হবে ছাই
খুঁজে নাও তারে শুদ্ধ হয়ে
এইতো জীবন চোখ বুজলেই
সব কিছু নাই

Advertisements

 

 

 

শিরোনামঃ যাবি যদি
শিল্পীঃ পারভেজ
অ্যালবামঃ হৃদয় মিক্স

 

 

যাবি যদি উড়ে দুরে নীল অজানাতে
মনে করে আমায় মনে রেখে
কখনো ফুরাবে না সে গতিহীন পথে
একটু কেঁদে শুধু পিছু ফিরে
হায় ভালোবেসে রেখে যা
এই মনের গহীন বাসনা
যা আছে তোর দেয়া

জোনাকির প্রদ্বীপ থাকবে না
সেখানে তোর মন বসবে না
ও হায়রে শেষে হায় সব কিছু
ফিরাবার আর কিছু থাকবে না
হায় ভালোবেসে রেখে যা
এই মনের গহীন বাসনা
যা আছে তোর দেয়া

বহুদুর হয়েছে যাওয়া
ফিরে আয় বলি এই চাওয়া
ও কিছুক্ষন বসে বলে যা
নিয়ে যা কিছু কল্পনা
হায় ভালোবেসে রেখে যা
এই মনের গহীন বাসনা
যা আছে তোর দেয়া