Archive for the ‘Nodir Buke Chad’ Category

 

 

শিরোনামঃ এক আকাশের তারা
কন্ঠঃ আইয়ুব বাচ্চু
অ্যালবামঃ নদীর বুকে চাঁদ

এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে

পুরো জোছনা তুই একা পোহাস নে
সঙ্গে নিস তুই মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে

হৃদয় নায়ে চরবি যখন বৈঠা দিসনে তুই মোরে
ভাসবো নাহয় দুজন মিলে স্বপ্ন লোক যত সুখে সাগরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে

দুখের বোঝা বইবি যখন স্মরন করিস তুই মোরে
আসবো ছুটে কাক্সহে যেখানে থাকি আমি যত দূরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে

Advertisements