Archive for the ‘Anushilon(Mixed Album)’ Category

 

 

শিরোনামঃ দুঃখ বিলাশ

ব্যান্ডঃ আর্টসেল

অ্যালবামঃ অনুশীলন

ডাউনলোড লিঙ্কঃ http://doridro.net/download/Instrumental%20And%20RingTones/Ringtones/Ringtones/Bangla/Dukkho%20Bilash.mp3.html

 

 

 

G………D………………. .Em……………..C……… …………..G
তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
G……….D……………… …Em…………C………… …….G
দেবে কি কেউ জীবনের ঊষ্ণতার সত্য আশা
Em…………………C…… …………..
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
Em…………………..C…. …….
আমার মনের মত… নিও সাজিয়ে
G………..D……….Am….. ……
আমি বড় অসহায়… অন্য পথে
Em…………………..D…. ……………..
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

Em…..D……C…………… ……..Em
ও আমায় ভালবাসেনি
Em……….D………….C… ………………….Em
অসীম এ ভালবাসা ও বোঝেনি
Em……..D………….C….. ………………Em
ও আমায় ভালবাসে নি
Em…..D…………….C….. ……..Em
অতল এ ভালবাসা তলিয়ে দেখে নি

G………D…………….Em. …………C…………….. ……G
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
G……………….D……… Em…………..C…………. ………..G
ভালবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা ।।

Em..G…….Em….G……….. ….
এত দিনেও আজও আমি একা
Em…G………Em…G……… …..
মনে শুধু যে শূন্যতা
C…..D……..G……..Em
আধারে যত ছড়াই আলো
C……D………Em
শুধু আধারে মিলায়
C..D..G……Em
ও যে কোথায় হারাল
C…….D……….Em
ব্যাথা কাকে যে শুধাই

Advertisements

 

শিরোনামঃ সূর্য
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ অনুশীলন
ডাউনলোড লিঙ্কঃ http://songs.doridro.com/download/Band/%5BAlt.Metal%20Mixed%20Albums%5D/Anushilon/Surza.mp3.html

নীল আকাশের নিচে পাখির কলতানে
সবুজ ঘাসে হাটছি গীটার নিয়ে
মাথার ভেতর নতুন একটা সুর ঘুরতে থাকে
হঠাৎ করেই আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
ফুলের সুবাস বাতাসে ভেসে আসে
এত সুখের মাঝেও কেন চোখে পানি আসে
সকালের এই মিষ্টি আলো কি যে ভাল লাগে
হঠাৎ করেই আমার ঘুমটা যায় ভেঙ্গে

চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে

দেহের পচনটা বাড়ছে একটু একটু করে
অসীম এই যন্ত্রণা মোরে বোবা করে রাখে
সুখ নামের স্বপ্নটা যে অচেনা লাগে
চলে গেছে কোথায় আমায় একা ফেলে
দেখতে আর ভাল লাগে না ঐ নীল আকাশটা
সারা রাত তাকিয়ে দেখি ঘরের সিলিঙটা
ইচ্ছে ছিল পৃথিবীটা বদলে দেবার
ইচ্ছে ছিল গীটার হাতে যুদ্ধে যাবার

চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্ঠার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে

চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্ঠার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে

আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে