Archive for the ‘Jhalmuri 1’ Category

 

 

 

শিরোনামঃ দূর থেকে
কথাঃ আরমীন ও নাবিলা
সুরঃ আরমীন ও নাবিলা
কন্ঠঃ আরমীন ও নাবিলা
সঙ্গীত আয়োজনঃ অর্ণব
গীটার সোলোঃ ওমর
অ্যালবামঃ ঝালমুড়ি ১

 

 

 

স্বপ্নের রুপ যদি গানের সেই স্মৃতি
সবকিছু রইবে আমার সুরে
আঁধারে মেঘ ঝরা মন যে দেখনি
নিঝুম ছায়া শুধু ঘিরে

মনের সে ছবিটি রঙ্গিন আকাশে
ভেবেছি যে স্বপ্নটি তুমি ভাবনি

যদি আমার এই ফুল বাগানে ভাল লাগে না
যদি আমার এই মনের মাঝে তুমি রবে না(২)
মিছে ভাবনায় তুমি ফিরে
দূর থেকে দেখে চলে যাও
কি বুঝবে আমার এই স্বপ্ন দেশে
নিজেকে না যদি খুঁজে পাও

আঁধার ছায়াতে সুর ভেসে আসে
সে সুর হারিয়ে পিছে না তাকালে
শ্রাবণের বাতাসে, গানের কথা আছে

যদি আমার এই ফুল বাগানে ভাল লাগে না
যদি আমার এই মনের মাঝে তুমি রবে না(২)
মিছে ভাবনায় তুমি ফিরে
দূর থেকে দেখে চলে যাও
কি বুঝবে আমার এই স্বপ্ন দেশে
নিজেকে না যদি খুঁজে পাও

Advertisements