Archive for the ‘Sabina Yasmin’ Category

শিরোনামঃ জন্ম আমার ধন্য হলো
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন
গীতিকারঃ নঈম গওহর
সুরকারঃ আজাদ রহমান

 

জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।

তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো আমায়-
বুকে যদি রাখো মাগো।।

তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তুমি আমার, তুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো।

তোমার প্রেমে তোমার
গন্ধে পরান ভরে রাখি
এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি
বুকে তোমার, বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।।

১৯৬৯-৭০ সালে করাচির ট্রান্সক্রিপশন সার্ভিসে এই গানটি রেকর্ড করা হয়। ফিরোজা বেগমের সঙ্গে সাবিনা ইয়াসমীনসহ  আরও বেশ কজন সহশিল্পী এ গানের কোরাসে অংশ নিয়েছিলেন। সহশিল্পীদের মধ্যে জিনাত রেহানা, নাসির হায়দার, আহমেদুল্লাহ সিদ্দিকী, আসাদুল হক, লায়লা মোজাম্মেল অন্যতম। এই গান পরবর্তী সময়ে কাজী হায়াতের দেশপ্রেমিক ছবিতে ব্যবহার করা হয় সাবিনা ইয়াসমীনের কণ্ঠে।

Advertisements

শিরোনামঃ ভাল আছি, ভালো থেকো
সুরকারঃ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
গীতিকারঃ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

মুভিঃ তোমাকে চাই
কন্ঠঃ এন্ড্রু কিশোর/কণকচাঁপা
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

ব্যান্ড: সিম্ফনি
অ্যালবামঃ হৃদয়ের পালকি
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

কবীর সুমন
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

ব্যান্ডঃ তীর্থক
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

সাবিনা ইয়াসমিন
ডাউনলোড লিঙ্কঃ  Click This Link

ভাল আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।

ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ