Archive for the ‘Andrew Kishor’ Category

 

 

শিরোনামঃ তোমায় দেখলে মনে হয়
কন্ঠঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
সঙ্গীত পরিচালকঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
মুভিঃ বিয়ের ফুল

 

তোমায় দেখলে মনে হয়
হাজার বছর তোমার সাথে
ছিল পরিচয় বুঝি
ছিল পরিচয়

ও…স্বর্গ থেকে পৃথিবীতে
এলাম তোমার কাছে
তোমার সাথে জীবন মরণ
যেন লেখা আছে
শুধু আমি ছাড়া পৃথিবীতে
তুমি কারো নও বুঝি
তুমি কারো নও

ও…বুকের জমিনে তুমি
বাঁধো প্রেমের বাসা
তোমায় নিয়ে মনে আমার
কত রঙিন আশা
আমার জন্ম যেন তোমার জন্যে
মনটা শুধু কয়

Advertisements

শিরোনামঃ ডাক দিয়াছেন দয়াল আমারে
শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমি গলে পরিলাম।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী
আমার সংগের সাথী কেউ হলো না রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

Lyrics Courtesy: banglalyrics.evergreenbangla.com/

শিরোনামঃ ভাল আছি, ভালো থেকো
সুরকারঃ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
গীতিকারঃ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

মুভিঃ তোমাকে চাই
কন্ঠঃ এন্ড্রু কিশোর/কণকচাঁপা
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

ব্যান্ড: সিম্ফনি
অ্যালবামঃ হৃদয়ের পালকি
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

কবীর সুমন
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

ব্যান্ডঃ তীর্থক
ডাউনলোড লিঙ্কঃ Click This Link

সাবিনা ইয়াসমিন
ডাউনলোড লিঙ্কঃ  Click This Link

ভাল আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।

ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

 

শিরোনামঃ হায়রে মানুষ
শিল্পীঃ অ্যান্ড্রু কিশোর
অ্যালবামঃ ফিরে ফিরে আসি
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?j5crojj2cc32zzf

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।

পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া (২)
চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস!
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!

মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া (২)
ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।