শিরোনামঃ ভাবের ঘরে
কন্ঠঃ সন্দীপন
কথাঃ সন্দীপন ও গুঞ্জন চৌধুরী
সংগীতায়োজনঃ হৃদয় খান
অ্যালবামঃ ভাবের ঘরে
আমার বন্ধু বিনে মনের আগুন
আমার বন্ধু বিনে মনের আগুন কে নিভাইতে পারে
সদাই প্রাণ খুজিয়া বেড়াই তারে
আমার ভাবের ঘরে আগুন দিল কে রে
সদাই প্রাণ খুজিয়া বেড়াই তারে(২)
আমার বন্ধু বিনে মনের আগুন
আমার বন্ধু বিনে মনের আগুন কে নিভাইতে পারে
সদাই প্রাণ খুজিয়া বেড়াই তারে
সদাই প্রাণ খুজিয়া বেড়াই তারে
সত্য শয়ন স্বপনে বসে মম হৃদাসনে
দর্শন ভুলালে আমারে
সে অবধি আমার প্রাণে
হো সে অবধি আমার প্রাণে
ঘর হতে বাহিরে টানে গো
সে অবধি আমার প্রাণে
ঘর হতে বাহিরে টানে গো
কেটনা করিলা বন্ধু মোরে
কেটনা করিলা বন্ধু মোরে
সদাই প্রাণ খুজিয়া বেড়াই তারে
সদাই প্রাণ খুজিয়া বেড়াই তারে
রুপ তোমার অপরূপ
যে রুপেতে সর্বরুপ
স্বরুপে থাকো রুপের ঘরে
আমার সেরুপে ভোলালো আঁখি
সেরুপে ভোলালো আঁখি আমারে
সেরুপের আঁখি গো
আমার সেরুপে ভোলালো আঁখি
আমারে সেরুপের আঁখি গো
ফাঁকি দিয়া ফিরোই আড়ে আড়ে
ফাঁকি দিয়া ফিরোই আড়ে আড়ে
সদাই প্রাণ খুজিয়া বেড়াই তারে
সদাই প্রাণ খুজিয়া বেড়াই তারে
আমার ভাবের ঘরে আগুন দিল কে রে
সদাই প্রাণ খুজিয়া বেড়াই তারে(২)
আমার বন্ধু বিনে মনের আগুন
আমার বন্ধু বিনে মনের আগুন কে নিভাইতে পারে
সদাই প্রাণ খুজিয়া বেড়াই তারে
সদাই প্রাণ খুজিয়া বেড়াই তারে